সকাল বেলা মজা করে যখন পড়ি বাংলা
মাঝে মাঝে মনে হয় বইটা কেন হ্যাংলা
বাংলার পরেই পড়ি যখন খটমটে ইংরেজী
মাঝে মাঝে পাগল হয়ে খাই শুধু ডিগবাজী
রসে নাকি আয়ন আছে তাই সে রসায়ন
রসে ভরা বইটি তবুও ভরে নাযে মন
সবার চেয়ে জটিল বিষয় সেটা হল পদার্থ
তাইতো আমার পদার্থ পড়ার নেই যে সামর্থ্য
এতো বিষয় পড়ার পরে যখন পড়ি গণিত
গণিতের মারপ্যাচে ভুলে যাই অতীত
সমাজই সমাজ শেখায় তবুও কেনো সমাজ
নাকি সমাজে শেখায় মোদের দুনিয়ার অকাজ
ভূখন্ডটা গোল তাই নাম তার ভূ-গোল
ভূগোল পড়ে মনে হয় সব আবোল তাবোল
সবার চেয়ে সহজ বিষয় সেটা হলো ধর্ম
ধর্ম আর কর্মই জীবনের মর্ম
সবার শেষে একটা কথা বলতে আমি চাই
পড়ালেখার বিকল্প ভাই অন্য কিছুই নাই